Tuesday, October 3

ভয়ানক একটি ভিডিও , যারা ভয় পান তারা দেখবেন না ।

যারা ভয় পান তারা দেখবেন না

ভিডীওতি দেখতে হলে পোস্টের নিছে চলে যান

এই ভিডিওটি অনলাইন ইউটিউভ থেকে নেওয়া হয়েছে।

সাবেক বিশ্ব সুন্দরী বাঙালি কন্যা সুস্মিতা সেন।
বলিউড অভিনয় জীবনের অনেকের হৃদয়ের জায়গা করে নিয়েছেন তিনি। তবে এই নায়িকার নামের পাশের এখনো সিঙ্গেল তমা রয়ে গেছে।

বয়স ৪২ বছর। তাতে কী আসে যায়! এই বয়সেই শরীর তৈরির নেশায় মেতেছেন ‘বঙ্গ ললনা’ সুস্মিতা সেন। এই বলি নায়িকা দেখিয়ে দিয়েছেন তিনি এখনো কতটা ফিট। বয়স যতই হোক দেখে মনে হয় তিনি এখনো বছর অষ্টাদশী এক তরুণী। বারবার সৌন্দর্য, আভিজাত্য ও লাবন্যে বারবার সকলকে সম্মোহিত করেছেন সুস্মিতা। এবারও তেমনটাই করলেন।
বাথটাবে স্নান (গোসল) করছেন সুস্মিতা। সেখানে বসতে গিয়ে বারবার পিছলে যাচ্ছেন তিনি। আর তাতে হেসে গড়িয়ে পড়ছেন বাঙালি কন্যা।
সম্প্রতি সুস্মিতার এই গোসলের ভিডিও নেট দুনিয়ায় ইতোমধ্যে ভাইরাল হয়ে গেছে।

তবে ভিডিওটি ঠিক কী কারণে শ্যুট করা হয়েছে তা স্পষ্ট নয়।
প্রসঙ্গত ব্যক্তিগত জীবনে স্নান করার বিষয়ে বিশেষ কিছু অভ্যাস ও পছন্দ রয়েছে প্রাক্তন মিস ইউনিভার্সের। সুস্মিতার বাড়িতে তাঁর স্নান করার বাথটাব রয়েছে খোলা টেরেসে। কারণ কিনি নাকি স্নানের সময় খোলা আকাশ, চাঁদ তারাদের দেখতে পছন্দ করেন।

সাবেক বিশ্ব সুন্দরী বাঙালি কন্যা সুস্মিতা সেন। বলিউড অভিনয় জীবনের অনেকের হৃদয়ের জায়গা করে নিয়েছেন তিনি। তবে এই নায়িকার নামের পাশের এখনো সিঙ্গেল তমা রয়ে গেছে।

বয়স ৪২ বছর। তাতে কী আসে যায়! এই বয়সেই শরীর তৈরির নেশায় মেতেছেন ‘বঙ্গ ললনা’ সুস্মিতা সেন। এই বলি নায়িকা দেখিয়ে দিয়েছেন তিনি এখনো কতটা ফিট। বয়স যতই হোক দেখে মনে হয় তিনি এখনো বছর অষ্টাদশী এক তরুণী। বারবার সৌন্দর্য, আভিজাত্য ও লাবন্যে বারবার সকলকে সম্মোহিত করেছেন সুস্মিতা। এবারও তেমনটাই করলেন।

বাথটাবে স্নান (গোসল) করছেন সুস্মিতা। সেখানে বসতে গিয়ে বারবার পিছলে যাচ্ছেন তিনি। আর তাতে হেসে গড়িয়ে পড়ছেন বাঙালি কন্যা।
সম্প্রতি সুস্মিতার এই গোসলের ভিডিও নেট দুনিয়ায় ইতোমধ্যে ভাইরাল হয়ে গেছে।

বি: দ্র : ই্উটিউব থেকে প্রকাশিত সকল ভিডিওর দায় সম্পুর্ন ই্উটিউব চ্যানেল এর । এর সাথে আমরা কোন ভাবে সংশ্লিষ্ট নয় এবং আমাদের পেইজ কোন প্রকার দায় নিবেনা। ভিডিওটির উপর কারও আপত্তি থাকলে তা অপসারন করা হবে। প্রতিদিন ঘটে যাওয়া নানা রকম ঘটনা আপনাদের মাঝে তুলে ধরা এবং সামাজিক সচেতনতা আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য ।

Leave a Reply