Sunday, February 5

দেখুন পার্কে সন্তান প্রসব করে দেশজুড়ে আলোচনায় এক স্কুলছাত্রী (ভিডিওসহ)

দেখুন পার্কে সন্তান প্রসব করে দেশজুড়ে আলোচনায় এক স্কুলছাত্রী (ভিডিওসহ)ঃ বর্তমান সময়ে আধুনকিতার নামে ছেলে মেয়েরা মেতে ওঠে অনৈতিক শারিরীক সম্পর্কে। যেসব শারিরীক সম্পর্কের কারনে কখনও কখনও অনাকাঙ্খিতভাবে চলে আসে

একটি জীবন। কিন্তু সমাজ মেনে নেবে না এই ভয়তে এই জীবন হয়তো কখনই পৃথবীর মুখ দেখে না। ভ্রুন অবস্থাতেই হত্যা করা হয় তাকে। আর যদি কোন কারনে পৃথিবীতে আসে তাহলে তার অবস্থান হয় ডাস্টবিন। তেমনই এক ছাত্রী তার অনাকাঙ্খিত সন্তানকে জন্ম দিলো পার্কে।

বিস্তারিত ভিডিওতে দেখুন। ভিডিওটি দেখতে নিচে ক্লিক করুন।

ভিডিওটি পোষ্টের নিচে দেয়া আছে। ভিডিওটি দেখতে স্ক্রল করে পোষ্টের নিচে চলে যান।

আরো পড়ুনঃ

ডিভোর্সের পরও শাকিব অপু একত্রে যে কাজ করে প্রশংসা পাচ্ছেন

পেশাদারিত্বের জায়গায় শাকিব খান ও অপু বিশ্বাস দু’জনেই সমান সচেতন। তার প্রমাণ দিলেন আরও একবার। ‘পাঙ্কু জামাই’ ছবির অসমাপ্ত কাজ শেষ করতে সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন এ জুটি।

২০১৬ সালে শুরু হয়েছিল এ ছবির কাজ। কিন্তু কিছুদিন পর ছবির কাজ থেমে গিয়েছিল মা হওয়ার জন্য অপুর আড়ালে যাওয়ায়। অবশেষে অপু তার অসমাপ্ত অংশের শুটিং শেষ করেছেন। শুটিং শেষ করে শাকিবও অংশ নিয়েছেন ছবির ডাবিংয়ে।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘নিজ পেশাকে সম্মান করি। আমি চাই না আমার কারণে কোনো ছবির কাজ আটকে থাকুক। প্রযোজক যেন ক্ষতির মুখে না পড়েন, সে কথা ভেবেই ছবির কাজ শেষ করছি।’

অপুর মুখেও একই কথা শোনা গেছে। তার কথায়, ‘যে কাজ হাতে নিয়েছিলাম, তা সম্পন্ন করা দায়িত্ব বলে মনে করি। তাই দেরিতে হলেও পাঙ্কু জামাই ছবির কাজ দায়িত্ব নিয়েই শেষ করলাম।’

Leave a Reply