Thursday, February 2

আল্লাহর কুদরত দেখুন.! গর্ভবতী নারীর কবর থেকে জীবন্ত শিশু উদ্ধার – ভিডিও দেখতে ছবিতে ক্লিক করুন

সুবাহানআল্লাহ.!! গর্ভবতী মায়ের কবর থেকে জীবন্ত নবজাতক উদ্ধারঃ অনেক সময় এমন অনেক ঘটনা ঘটে যা বিশ্বাস করতে কষ্ট হয়। তেমনি এক ঘটনা দেখা মিললো আবার। গর্ভবতী অবস্থায় মারা যায় মা। তার কিছুদির পর

কবর থেকে নবজাতকের কান্নার আওয়াজ পাওয়া যায়।

সেই কবর থেকে জীবন্ত উদ্ধার করা হয় নবজাতক শিশু্। আল্লাহ মানুষকে বিভিন্ন সময় বিভিন্ন নজির দেখায়। তিনি চাইলে সবই পারেন। তিনি কোন কিছুর মোহতাজ নয়। তেমনি একটি ঘটনা এটি। তিনি চাইলে যে মৃত মায়ের গর্ভেও মানুষকে বাচিয়ে রাখতে পারেন তার প্রমান এটি।

আরো পড়ুনঃ

চলতি মাসের মধ্যেই নিষ্ক্রিয় করতে হবে অতিরিক্ত সিম
কোনো গ্রাহকের হাতে ১৫টির বেশি মোবাইল সিম বা রিম থাকলে তাদের ৩১ ডিসেম্বরের মধ্যে নিজের উদ্যোগে অপারেটরের সঙ্গে যোগাযোগ করে অতিরিক্ত সিম নিষ্ক্রিয় করতে বলেছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি।

মঙ্গলবার দেশের সব মোবাইল ফোন অপারেটরকে পাঠানো এক নির্দেশনায় বিটিআরসি বলেছে, গ্রাহক ওই সময়ের মধ্যে স্বেচ্ছায় অতিরিক্তি সিম নিষ্ক্রিয় না করলে কমিশন পরে নিজেদের সিদ্ধান্ত অনুযায়ী সংশ্লিষ্ট অপারেটরের মাধ্যমে সেগুলোর নিবন্ধন বাতিল ও বন্ধ করে দেবে।

সেক্ষেত্রে গ্রাহকের প্রয়োজনীয় সিমও বন্ধ হয়ে যেতে পারে বলে সতর্ক করা হয়েছে ওই নোটিসে। ২০১৬ সালের ২০ জুন গ্রাহক প্রতি সর্বোচ্চ ২০টি সিম রাখা যাবে বলে বিটিআরসি সীমা বেঁধে দিয়েছিল।

তা আরও কমিয়ে গতবছরের অগাস্টে সর্বোচ্চ পাঁচটি সিম রাখার অনুমতি দেওয়া হয়।এরপর ওই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে গত ২৪ অক্টোবর গ্রাহক প্রতি সর্বোচ্চ ১৫টি সিম বা রিম রাখার সুযোগ দেয় বিটিআরসি।
সুবাহানআল্লাহ.!! গর্ভবতী মায়ের কবর থেকে জীবন্ত নবজাতক উদ্ধারঃ অনেক সময় এমন অনেক ঘটনা ঘটে যা বিশ্বাস করতে কষ্ট হয়। তেমনি এক ঘটনা দেখা মিললো আবার। গর্ভবতী অবস্থায় মারা যায় মা। তার কিছুদির পর কবর থেকে নবজাতকের কান্নার আওয়াজ পাওয়া যায়।

সেই কবর থেকে জীবন্ত উদ্ধার করা হয় নবজাতক শিশু্। আল্লাহ মানুষকে বিভিন্ন সময় বিভিন্ন নজির দেখায়। তিনি চাইলে সবই পারেন। তিনি কোন কিছুর মোহতাজ নয়। তেমনি একটি ঘটনা এটি। তিনি চাইলে যে মৃত মায়ের গর্ভেও মানুষকে বাচিয়ে রাখতে পারেন তার প্রমান এটি।

Leave a Reply