
দেখুন নয় দশ বছরের ছেলে মেয়েরাও লাইভে এসে এসব কি করছেঃ বর্তমান সোস্যাল মিডিয়ার যুগে সবাই সবকিছু সোস্যাল মিডিয়ায় প্রকাশ করার চেষ্টা করে। তারমধ্যে আছে আবার লাইভ। বিভিন্ন ইভেন্ট মানুষ এখন লাইভে প্রচার করতে পছন্দ করে।
কিছু ছেলে মেয়েরা লাইভে এসে যেসব কর্মকান্ড করে তা দেখলে যে কারো মাথা নষ্ট হয়ে যাবে। তবে দুঃখের বিষয় হলো বর্তমান সময়ে নয় দশ বছরের ছেলেমেয়েরাও লাইভ করা শুরু করছে। তারাও লাইভে আজে বাজে কাজ করছে। দেখুন ভিডিওতে।
ভিডিওটি দেখতে নিচে ক্লিক করুন।
ভিডিওটি পোষ্টের নিচে দেয়া আছে। ভিডিওটি দেখতে স্ক্রল করে পোষ্টের নিচে চলে যান।
আরো পড়ুনঃ
সুপারস্টার শাকিব খানের বয়স কত?
সাধারণত শোবিজ তারকাদের বয়স কাউকে জানতে দেওয়া হয় না। দর্শকের কাছে তারা চিরতরুণই থাকতে চান। ঢালিউডে দীর্ঘদিন ধরেই নাম্বার ওয়ান নায়কের আসনটি দখলে রেখেছেন শাকিব খান। এই সুপারস্টারের বয়স কত? এবার অপু বিশ্বাস জানালেন সেই তথ্য।
বিশ্ব ভালোবাসা দিবসে এফএম রেডিও চ্যানেল ‘রেডিও আমার’-এ একটি বিশেষ অনুষ্ঠানে অপু বিশ্বাস দীর্ঘ আলাপচারিতার এক পর্যায়ে বলেন, ‘একটা মানুষ বাঁচে কতদিন? এখন শাকিবের বয়স চল্লিশ। আমার ছেলের বয়স ১৫ মাস। আমার ছেলের বয়স
যখন চল্লিশে যাবে তখন শাকিব বার্ধক্যে চলে যাবে, তখন যদি আমার ছেলে তাকে একটা অপমানজনক কথা বলে ফেলে সেটা কি শাকিব নিতে পারবে?’
অপু আরো বলেন, ‘যখন জয় জানতে পারবে যে তার জন্মাবার কারণে তার মাকে সংসার ছাড়তে হয়েছে। তার মাকে মানুষের মাঝে ছোট করা হয়েছে। তখন জয় তার বাবাকে কতটুকু সম্মান দিবে?’অনুষ্ঠানটিতে অপু বলেন, ‘শাকিব তার ক্যারিয়ার নিয়ে ভাবছে। কিন্তু পরের এই বিষয়টা ভাবছে না। তার ছেলে তো বড় হবে। শাকিবকেও তো মরতে হবে।’