Thursday, February 2

বিয়ে করতে যাচ্ছেন মিঠুন চক্রবর্তীর ছেলে! পাত্রী কে জানেন?

মিঠুন চক্রবর্তীর ছেলে-
টালিউড ও বলিউডের কিংবদন্তি অভিনেতা মিঠুন চক্রবর্তী। এবার শোনা যাচ্ছে জনপ্রিয় এই অভিনেতার বড় ছেলে মহাক্ষয় চক্রবর্তী বিয়ে করতে যাচ্ছেন।

এমন খবরই সম্প্রতি প্রকাশ হয়েছে। সেখানে বলা হয়েছে, ভারতের ধর্নাঢ্য এক ব্যবসায়ী পরিবারের মেয়েকে বিয়ে করছেন মহাক্ষয়। হবু বর-কনের জন্য একটি শান্তি পূজার আয়োজন করা হয়েছিলো কিছুদিন আগে।

সেখানেই তাদের আংটি বদল হয়েছে মিঠুন পুত্রের। অনুষ্ঠানে মহাক্ষয়ের দাদা-দাদীসহ পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুরা উপস্থিত ছিলেন। তবে এখনও বিয়ের তারিখ ঠিক হয়নি।

বলিউড অভিনেতা মিঠুন চক্রবর্তী-যোগীতা দম্পতির ছেলে মহাক্ষয় চক্রবর্তী। ২০০৮ সালে ‘জিমি’ ছবির মধ্য দিয়ে বলিউডে অভিষেক হয় তার। হিন্দির পাশাপাশি বাংলা ছবিতেও অভিনয় করেছেন ৩৩ বছর বয়সী এই অভিনেতা

আরো খবর পড়ুনঃ

অবশেষে বিয়ের পিঁড়িতে সোনম কাপুর!
বিয়ে করতে চলেছে সোনম কাপুর। বন্ধু আনন্দ আহুজার সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছে এই বলিউড অভিনেত্রী। দীর্ঘদিন ধরে তাদের বিয়ের কথা শোনা গেলেও এবছরই সেটা

সম্পন্ন করে ফেলবেন বলে বলিউড মহলে জোর গুঞ্জন। আর এই বিয়ের অনুষ্ঠান নাকি হতে চলেছে লন্ডনে।

সোনম কাপুরের ঘনিষ্ঠ এক ব্যক্তি বলিউড লাইফকে জানিয়েছে, ” সোনম ও আনন্দ এই জুনেই বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন।

সোনমের আগামী ছবি ‘বীর দি ওয়েডিং’-এর মুক্তির পরেই লন্ডনে এই বিয়ের অনুষ্ঠান হবে।”

Leave a Reply