Thursday, April 18

কোটা পদ্ধতি বাতিল নয়, সংস্কার করতে হবে: এরশাদ

চাকরি ক্ষেত্রে সংবিধান অনুযায়ী কোটা বাদ দেওয়া যাবে না মন্তব্য করে জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেছেন: ‘প্রধানমন্ত্রী কোটা সংস্কার করে যৌক্তিক কোটা পদ্ধতি চালু করবেন।’ চাকরি ক্ষেত্রে মুক্তিযোদ্ধাদের কোটা যৌক্তিক বলেন তিনি।

শনিবার দুপুরে রংপুর সার্কিট হাউজে জেলা জাতীয় পার্টির সম্মেলনে যোগ দেয়ার উদ্দেশে আসলে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

এসময় উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গা, জেলা প্রশাসক এনামুল হাবীবসহ অন্যরা।

বিরোধী দলে থেকে জাতীয় পার্টি কিছু পায়নি মন্তব্য করে বলে এরশাদ বলেন: ‘জাতীয় পার্টিকে আওয়ামী লীগ ১০-১৫টি মন্ত্রণালয়, ৬০-৭০টি সংসদীয় আসন না দিলে জাতীয় পার্টি আলাদা নির্বাচন করবে।’

Leave a Reply