Friday, March 29

রোহিঙ্গারা নিজ দেশে ফিরতে চান: জাতিসংঘ মহাসচিব

রোহিঙ্গারা নিজ দেশে ফিরতে চান বলে জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। গুতেরেস বলেন, ‘আশ্রয়শিবির থেকে রোহিঙ্গাদের হত্যা ও ধর্ষণের যে বিবরণ শুনেছি, তা অকল্পনীয়। তারা ন্যায়বিচার ও নিরাপদে নিজ দেশে ফিরে যেতে চান।’

আজ কুতুপালংয়ে রোহিঙ্গা আশ্রয় শিবিরে ঘোরার ফাঁকে টুইটারে দেয়া এক পোস্টে এ মন্তব্য করেন গুতেরেস।

বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে আজ সকাল ৯টায় অ্যান্তনিও গুতেরেস ও জিম ইয়ং কিম কক্সবাজার পৌঁছান। বেলা সাড়ে ১১টার দিকে তারা বালুখালী ট্রানজিট পয়েন্টে যান। সেখানেই রোহিঙ্গাদের সঙ্গে বৈঠক করেন তারা।

সংক্ষিপ্ত বৈঠকে রোহিঙ্গারা মিয়ানমারের সেনা ও দেশটির উগ্র বৌদ্ধদের নির্যাতনের কথা তুলে ধরেন। পাশাপাশি পূর্ণ মর্যাদা নিয়ে তারা নিজেদের ভূমিতে ফিরে যেতে চান বলে জানিয়েছেন।

এদিকে, আজ সোমবার বিকাল ৫ টা ২০ মিনিটে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প থেকে ফেসবুক লাইভে আসছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এবং বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়াং কিম। ফেসবুক লাইভে রোহিঙ্গা বিষয়ে সরাসরি প্রশ্নোত্তরে অংশ নিবেন তারা।

আজ বিকালে ঢাকা ফেরার কথা রয়েছে তাঁদের। সন্ধ্যায় রেডিসন হোটেলে সংবাদ সম্মেলন শেষে রাত ঢাকা ত্যাগ করবেন বিশ্বসংস্থার এই দুই প্রধান।

Leave a Reply