নানা সমস্যায় বাকৃবির কেন্দ্রীয় গ্রন্থাগার
বসার আসন সংকট, শীতাতপ ব্যবস্থা নষ্ট, ফ্যান নষ্ট, নোংরা টয়লেটসহ নানা সমস্যায় জর্জরিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কেন্দ্রীয় গ্রন্থাগার। এ ছাড়া চাকরির বইসহ অন্যান্য বই, বাইন্ডিংস নিয়ে গ্রন্থাগারে ঢুকতে না দেওয়াসহ বিভিন্ন অভিযোগ রয়েছে শিক্ষার্থীদের।
গ্রন্থাগারে এসব সমস্যা থাকার কারণে বিশ্ববিদ্যালয়ের টিএসসির ক্যান্টিনে এসে পড়াশোনা করছেন তারা। এ বিষয়ে বারবার লাইব্রেরি কর্তৃপক্ষকে জানালেও এখনও পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলেও অভিযোগ শিক্ষার্থীদের।
জানা যায়, দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকার পর ক্লাস, পরীক্ষা শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বর্ষের ফাইনাল পরীক্ষা চলমান রয়েছে। হলগুলোতে সিট সংকট ও পড়াশোনার সুষ্ঠু পরিবেশের পর্যাপ্ত সুবিধা না থাকায় শিক্ষার্থীরা গ্রন্থাগারে চাকরির পড়াসহ একাডেমিক পড়া পড়তে আসে। সাপ্তাহিক ছুটির দিনগুলোতে শিক্ষার্থীরা পড়াশোনার সুযোগ বেশি পায়...