শেষ ওভারে তাসকিন আহমেদের হাতে বল তুলে দিয়েছেন মাশরাফি বিন মুর্তজা। কত রান যে দিয়ে দেন! অনেকেই হয়তো এমনই ভেবেছিলেন। প্রথম বলটি ভালোই করেছেন। কভারে ঠেলে দিয়েই একটি রান নিয়ে উইকেটে থাকা স্বীকৃত ব্যাটসম্যান আসেলা গুনারত্নেকে স্ট্রাইক দেন নুয়ান কুলাসেকারা।
দ্বিতীয় বলটি ছিল ফুলটস, সহজেই তা সীমানা ছাড়া করেন গুনারত্নে। কিন্তু শেষ হাসি হাসলেন তাসকিনই। তৃতীয় বলেই গুনারত্নেকে সৌম্য সরকারের ক্যাচে পরিণত করেন। পরের বলে মোস্তাফিজুর রহমানের দারুণ এক ক্যাচে ফেরেন সুরঙ্গা লাকমাল।
হ্যাটট্রিক করতে পারবেন তাসকিন? সবার মনেই প্রশ্নটা ছিল। পঞ্চম বলে নুয়ান প্রদীপকে বোল্ড করে করে ফেললেন হ্যাটট্রিক!
বাংলাদেশের পক্ষে ওয়ানডেতে পঞ্চম বোলারের হ্যাটট্রিক। দেশ বিবেচনায় নিলে বাংলাদেশের চেয়ে বেশি হ্যাটট্রিক করার বোলার আছেন কেবল পাকিস্তান ও অস্ট্রেলিয়ায়। এই দুই দলেরই
ছয়জন করে বোলার হ্যাটট্রিক করেছেন।
ওয়া...
লড়াইয়ের মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশ। শনিবার বাংলাদেশ সময় বিকেল ৩টায় ওয়ানডে সিরিজে মুখোমুখি হবে বাংলাদেশ। রনগিরি ডাম্বুলা আন্তর্জাতিক স্টেডিয়াম থেকে ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে চ্যানেল নাইন, টেন-৩ ও টেন-১ এইচডি। আজ লঙ্কানদের বিপক্ষে মাঠে নামছে এই ১১ জন টাইগার!
শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে পরিসংখ্যান খুব একটা ভালো নয়। ১৯৮৬ সাল থেকে এ পর্যন্ত দুই দল ৩৮টি ওয়ানডে খেলেছে। তার মধ্যে শ্রীলঙ্কা জিতেছে ৩৩টিতে। বাংলাদেশের জয় মাত্র ৪টিতে। একটি ম্যাচের ফল হয়নি। ডাম্বুলায় বাংলাদেশের সুখস্মৃতি নেই। আগের সেই দুঃসহ স্মৃতি সরিয়ে সুখময় স্মৃতির জন্ম দিতে পারে কিনা টাইগাররা সেটাই দেখার বিষয়।
শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতে অভিষেক হতে পারে মেহেদী হাসান মিরাজের। তার আগে চলুন দেখে নেওয়া যাক শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতে কেমন হতে পারে বাংলাদেশের একাদশ:
বাংলাদেশের সম্ভাব্য একাদশ :
১. তামিম ই...
তীব্র সমালোচনা সত্ত্বেও গোপন সামরিক আদালত পুনঃপ্রতিষ্ঠার উদ্যোগ দিয়েছে পাকিস্তান। এ বিষয়ে উত্থাপন করা একটি বিল পাস করেছে দেশটির পার্লামেন্টের নি¤œ কক্ষ। বুধবার তা পাঠানোর কথা রয়েছে উচ্চ কক্ষ বা সিনেটে। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। এতে বলা হয়েছে, ২০১৫ সালে পাকিস্তানে সেনাবাহিনী পরিচালিত একটি স্কুলে তালেবানরা ভয়াবহ হামলা চালায়। ওই হামলায় নৃশংসভাবে হত্যা করা হয় ১৩৪টি শিশুকে। তার বিচার করতে পাকিস্তানে প্রথম স্থাপন করা হয় সামরিক আদালত। সন্ত্রাসে জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত বেসামরিক ব্যক্তিদের বিচার করা হয় এতে। এর মেয়াদ ছিল দুই বছর। গত ৭ই জানুয়ারি এই মেয়াদ শেষ হয়ে যায়। ফলে নতুন করে সামরিক আদালত চালুর প্রস্তাব সামনে আনা হয়েছে। প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ জানুয়ারিতে বলেছেন, তার সরকার সেনা আদালত পুনঃপ্রতিষ্ঠা করতে চায়। কিন্তু ওই সময় পার্লামেন্টের দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পায় নি তার সেই উদ্যোগ। এরপর ...
জামিন জালিয়াতি করে ১০৬ আসামিকে মুক্ত করার মামলায় ঢাকার আদালতের এক বেঞ্চ সহকারীসহ ৫ জনকে ১৪ বছরের কারাদন্ড দিয়েছেন আদালত। বুধবার ঢাকার পাঁচ নম্বর বিশেষ জজ ড. মো. আখতারুজ্জামান এ আদেশ দেন। দন্ডপ্রাপ্তরা হলেন, ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বরখাস্তকৃত বেঞ্চ সহকারী মোসলেহ উদ্দিন ভূঁইয়া, মহানগর দায়রা জজ আদালতের নেজারত বিভাগের কর্মচারী শেখ মো. নাঈম, অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের উমেদার মো. আলমগীর হোসেন, জাহাঙ্গীর হোসেন ও মো. ইসমাইল। রায়ে বিচারক দন্ডবিধির ৪৬৬ ও ৪৭১ ধারায় আসামিদের ১৪ বছর করে কারাদ-াদেশ দেন। একই সঙ্গে দুটি ধারায় প্রত্যেককে ১০ হাজার করে মোট ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো এক মাস করে দুই মাসের কারাদ-ের আদেশ দেন বিচারক। ২০১৫ সালের ১২ই আগস্ট ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী মোসলেহ উদ্দিন ও এমএলএসএস শেখ নাঈমসহ অজ্ঞাত কয়েকজন বিচারাধীন ৭৬...
উত্তর কোরিয়ার একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যর্থ হয়েছে। দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা কর্মকর্তারা এ তথ্য দিয়েছেন। তবে কয়টি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করছিল উত্তর কোরিয়া বা কী পরীক্ষা করা হচ্ছিল, তা ¯পষ্ট নয়। মার্কিন সামরিক বাহিনীও বলেছে, তারা একটি ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছেন। এটি উৎক্ষেপণের কয়েক সেকেন্ডের মাথায় বিস্ফোরিত হয়। এ খবর দিয়েছে বিবিসি।
খবরে বলা হয়, জাতিসংঘ উত্তর কোরিয়ার যেকোন ক্ষেপনাস্ত্র বা পারমাণবিক পরীক্ষা নিষিদ্ধ করেছে। কিন্তু সম্প্রতি ক্রমবর্ধমান হারে দেশটি এ ধরণের পরীক্ষা চালাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, এর ফলে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রযুক্তি অর্জন করতে পারে উত্তর কোরিয়া। এ মাসের শুরুর দিকে উত্তর কোরিয়া চারটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এগুলো ১ হাজার কিলোমিটার উড়ে গিয়ে জাপানের সমুদ্রসীমায় পড়ে।
উত্তর কোরিয়া একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির চেষ্টা চালাচ্ছে বলে ধারণা করা হচ...
রাজপ্রাসাদের প্রতি ভূতেদের টান যে একটু বেশি, সে ব্যাপারে সন্দেহ নেই। বলিউডের বেতাজ বাদশা শাহরুখের মান্নাতও যে এক অর্থে রাজপ্রাসাদ! সে প্রাসাদ ভুতুড়ে নাকি? ভিডিওতে ভক্তদের সঙ্গে টুকটাক কথাবার্তায় শাহরুখ বললেন যে ‘ভূত’, ‘আত্মা’য় এ সবে তাঁর বিন্দুমাত্র বিশ্বাস নেই। তবে ঘটনাচক্রে ঠিক তার খানিক পরেই ভূতের দেখা পেলেন খোদ শাহরুখ। তবে তিনি শাহরুখ খান! অভিনয়ের জাদু দিয়ে এক লহমায় ভূতকে নিজের দলে টেনে নেবেন, সেটাই তো স্বাভাবিক। ভয়ের কিছু নেই! এই ভূতের নাম শশী। আর ইনি বলিউডি ভূত। ‘ফিলৌরী’র শশী অর্থাৎ আনুশকা শর্মা। ভিডিওটি ‘শশী ওয়াজ দেয়ার’ সোশ্যাল প্রোমোশনাল ক্যাম্পেনের জন্য তোলা। শশী যে শাহরুখের কত বড় ভক্ত তা জানাতেই মূলত মান্নাতে ঢুকে পড়েছেন। অন্য দিকে শাহরুখেরও শশীর আওয়াজ শুনে বেশ ভাল লেগে গিয়েছে। আবার দেখা করতে চাইছেন শশীর সঙ্গে শাহরুখ। তবে এ বার শশীকে দেখতে হলে ২৪ মার্চ সিনেমা হলে গিয়ে দেখতে হব...
প্রথমবারের মতো র্যাম্পে হাঁটলেন দেশীয় চলচ্চিত্রের সোনালি সময়ের চিত্রনায়িকা রোজিনা। ১৮ই মার্চ রাজধানীর তেজগাঁওয়ের বেঙ্গল স্টুডিওতে ‘ঐতিহ্যে বাংলা সিনেমা’ শীর্ষক এক ব্যতিক্রমী ফ্যাশন শোতে অংশ নেন তিনি। ফ্যাশনের আড়ালে বর্ণিল আয়োজনে এতে তুলে ধরা হয় বাংলাদেশের চলচ্চিত্রের সোনালি সময়ের ইতিহাস-ঐতিহ্য। সেই সঙ্গে
ছিল যুগ যুগ ধরে দর্শক-মনে দাগ কেটে যাওয়া চরিত্রের পোশাক-পরিচ্ছদ নিয়ে ভিন্নধর্মী উপস্থাপনা। রোজিনা বলেন, এটা সত্যিই অন্যরকম একটি অভিজ্ঞতা ছিল। এমন একটি আয়োজনের জন্য ফ্যাশন হাউজ বিশ্বরঙের কর্ণধার বিপ্লব সাহাকে ধন্যবাদ জানাতে চাই। এই শোতে চলচ্চিত্রের সোনালি সময়ের ইতিহাস-ঐত্যিহকে পোশাকের বর্ণিল অলংকরণে ব্যবহার করা হয়েছে নান্দনিক নানা মাত্রায়। অনুষ্ঠানটি সবাই বেশ উপভোগ করেছে। এতে জনপ্রিয় গানের সঙ্গে নৃত্য পরিবেশন করেন অভিনেত্রী ও মডেল সাদিয়া ইসলাম মৌ, কাজী নওশাবা, জান্নাতুল ফেরদৌস পিয়া, শানার...