“দুঃসময়”- সামস শাহজাহান।
“দুঃসময়”
সামস শাহজাহান।
ফণা মেলে,দুষ্ট সময়,নষ্ট দিন।
কী সৃষ্টিহীন,শোভনহীন,দুর্দিন..?
বাড়ে শুধু শিল্পের বোঝা-শিল্পীর ঋণ।
কী ভয়ংকর আশ্রয়হীন..?
শিল্পীর কাছে,শিল্পের প্রাঙ্গণ।
শিল্পের শোণিতে শুনি শিল্পীর করুণ ক্রন্দন ।
প্রকৃত শিল্প আজ বৃদ্ধ ঘোড়ার মতো খোঁড়া
তালুবন্দী তার নিজস্ব ব্যাকরণ।
অভিমানে,অভিঘাতে রচে স্ব নির্বাসন।
বসে দূর দ্বীপে;আপনহারা বাঁকে
দুঃখের দীর্ঘ ধোঁয়াশা ধ্রুবক আঁকে।
শিল্পের পলেস্তারায় লেপে শোক সংহিতা
কালের কাঁখে।
আত্মহননের প্রহর ফেরে বুঝি চোখে চোখে
খুন রাঙা পোশাকে।
অবিরাম ফেরে আশ্রয়হীন দিশাহীন
কলুষ প্রহর-আততায়ী দিন।
বক ধার্মিকের সমূহ সমাগমে মসজিদ
মন্দির একাট্টা;শিল্প ও খাবে চেটে।
পুরো বাজেট যাচ্ছে চলে পা চাটাদের পেটে।
কোথায়,আর কার কাছে যাবো..?
বলো,আপন শির কতোটা নোয়াবো..?
কতোটা আণত হলে পাবে তৃপ্তি..?
বায়ান্ন,একাত্তরের চেতনা,তার দীপ্ত,দীপ...