Breaking News
Home / জাতীয় / ১০ই নভেম্বর,২০১৯খ্রিঃ বাংলাদেশ ডেন্টাল পরিষদের সারা বাংলাদেশের সরকারি চাকুরিজীবী সদস্যদের মতবিনিময় সভা

১০ই নভেম্বর,২০১৯খ্রিঃ বাংলাদেশ ডেন্টাল পরিষদের সারা বাংলাদেশের সরকারি চাকুরিজীবী সদস্যদের মতবিনিময় সভা

রিচার্ড ডলার(বিশেষ প্রতিনিধি) :

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয় কর্তৃক অনুমোদিত এবং বাংলাদেশ রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদ কর্তৃক অধিভূক্ত ও নিবন্ধিত ৩/৪ বছর মেয়াদী ডিপ্লোমা ইন ডেন্টাল টেকনোলজি কোর্সে এস.এস.সি/এইচ.এস.সি পরীক্ষায় বিজ্ঞান বিভাগে উত্তীর্ণ অনেক মেধাবী ছাত্র/ছাত্রীরা দেশের সরকারী ৯টি প্রতিষ্ঠানে ৪৪৫জন এবং বেসরকারী ১০৩টি প্রতিষ্ঠানে ১৯৬৮ জন সর্বমোট ২৪১৩ জন প্রতি বছর ভর্তি হয়ে পড়াশুনা করে আসছেন। এ রকম প্রায় ১০ (দশ) হাজার ডেন্টাল টেকনোলজিস্ট বাস্তবমূখী ও যুগোপযোগী শিক্ষা গ্রহণ করে সম্মান জনক ক্যারিয়ার গড়ে তোলার উদ্দেশ্যে পড়শুনা করেছেন । উক্ত কোর্স সম্পন্নকারী সারা দেশের বিপুল সংখ্যক সুদক্ষ ও সুপ্রশিক্ষিত ডিপ্লোমা মেডিক্যাল টেকনোলজিস্ট (ডেন্টাল) দের একমাত্র প্রতিনিধিত্বকারী সংগঠন ‘বাংলাদেশ ডেন্টাল পরিষদ’। প্রত্যন্ত অঞ্চলের মানুষের মুখ ও দন্তরোগের চিকিৎসা সেবা প্রদানের পাশাপাশি দুর্যোগে দুর্গতদের পাশে দাঁড়িয়ে থাকেন বাংলাদেশ ডেন্টাল পরিষদের সদস্যরা ।১৯৭৫ সাল থেকে ধারাবাহিক ও সুশৃঙ্খলার সাথে পরিচালিত হওয়া বাংলাদেশ ডেন্টাল পরিষদের সরকারি চাকুরিজীবী সদস্যদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় এবং সুন্দর,মানবিক সোনার বাংলাদেশ গড়তে আগামী ১০|১১|২০১৯খ্রিঃ, রোজ-রবিবার সকাল সাড়ে নয় ঘটিকায় কুষ্টিয়া জেলা সমিতি, কুষ্টিয়া ভবন (৫ম তলা),নয়া পল্টন,কাকরাইল ঢাকায় জরুরী মতবিনিময় অনুষ্ঠিত হতে যাচ্ছে ।উপরোক্ত জরুরী মতবিনিময় সভা সফল করার জন্য বাংলাদেশ ডেন্টাল পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি জনাব মোঃ মোশাররফ হোসেন মোল্লা, মহাসচিব লায়ন মুহাম্মদ কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক জনাব আবদুর রহমান তুষার এবং জরুরী মতবিনিময় সভা বাস্তবায়নের লক্ষ্যে গঠিত উপকমিটির টিম লিডার জনাব মোঃ মাসুদুর রহমান, এস এম কুতুবউদ্দিন সারা বাংলাদেশের সকল সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল,ডেন্টাল কলেজ হাসপাতাল,জেলা সদর হাসপাতাল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ অন্যান্য সরকারি প্রতিষ্ঠানে কর্মরতদের উপস্থিতি ও সার্বিক সহযোগিতা কামনা করেছেন ।

About News Desk

Leave a Reply