
ভিডীওতি দেখতে হলে পোস্টের নিছে চলে যান
এই ভিডিওটি অনলাইন ইউটিউভ থেকে নেওয়া হয়েছে।
এই ভিডিও নিয়ে কারো আপত্তি থাকলে এর দায়ভার ইউটিউব চ্যানেল নিবে।
বি: দ্র : ই্উটিউব থেকে প্রকাশিত সকল ভিডিওর দায় সম্পুর্ন ই্উটিউব চ্যানেল এর ।এর সাথে আমরা কোন ভাবে সংশ্লিষ্ট নয় এবং আমাদের পেইজ কোন প্রকার দায় নিবেনা।ভিডিওটির উপর কারও আপত্তি থাকলে তা অপসারন করা হবে। প্রতিদিন ঘটে যাওয়া নানা রকম ঘটনা আপনাদের মাঝে তুলে ধরা এবং সামাজিক সচেতনতা আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য ।
ভূত বিশ্বাস
কিন্তু আপনি কি করবেন যখন আপনার নিজের চোখে সত্যি কোন ভূত দেখবেন ? তখন কি আপনি নিজেই নিজের বিশ্বাসকে প্রশ্ন করবেন না ? আমরা আপনাকে এইরকমই একটি ভিডিও দেখাবো ।
কিন্তু সাবধান, ভিডিওটি তোলা হয়েছে থাইল্যান্ডের একটি হাইওয়ের সিসিটিভি ক্যামেরা থেকে, এর সাথে একটি স্বল্প সময়ের মর্মান্তিক অ্যাকসিডেন্টের ভিডিও জড়িত আছে । আপনাদের কারো কারো কাছে বিরক্তিকরও হতে পারে ।
যদিও সমালোচকরা এই ভিডিওর দৃশ্যাবলিকে fake বলে অভিহিত করেছেন, তারা বলেছেন এটি একটি এডিটিং ভিডিও ছবি মাত্র, কিন্তু হয়তো বা তা নাও হতে পারে, হতে পারে এটি একটি সত্য ঘটনা । আপনারা দেখুন, দেখে আপনাদের মতামত অবশ্যই জানান ।
এই গাড়িটি রাস্তা পার হবার চেষ্টা করছে …
গাড়ির ড্রাইভার খুবই আসতে ও সতর্কতার সাথে পথ নিরাপত্তার সমস্ত দিকগুলি সচেতন ভাবে খেয়াল রেখেই করছিলেন …
হঠাৎ সেখানে একটি মোটরসাইকেলের উদয় হয় । তার গতিবেগ ছিলো খুব বেশি !
কিচ্ছু না, শুধুমাএ সামান্য একটু ছোঁয়া লাগে
মোটরসাইকেল ও তার আরোহীরা শূন্যে উঠে যান, মোটরসাইকেলটি টুকরো টুকরো হয়ে যায় । একজন প্যাসেঞ্জার একটি পোলে ধাক্কা খান ও সাথেসাথেই তার মৃত্যু হয় ।
এবং ঠিক তখনই একটি ছায়ার আবির্ভাব ঘটে মৃতদেহটির শরীরের উপর !
গাড়ির ভিতরের যাত্রীরা সঙ্গে সঙ্গে বেরিয়ে আসেন বাইরে ।
কিন্তু ওই মোটরবাইক আরোহী আগেই মারা গেছেন …
দেখুন এই মর্মান্তিক ভিডিওটি এখানে !
