Sunday, April 21

অশালীন ছবি পোস্ট করায় উঠতি নায়িকাকে আইনি নোটিশ সুপ্রিম কোর্টের

অশালীন ছবি পোস্ট করায়-
ফেসবুকে ‘অশালীন’ ছবি পোস্ট করার অভিযোগে উঠতি নায়িকা সানাই মাহবুব সুপ্রভাকে আইনি নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী।
নোটিশে বলা হয়ে এসব ছবি প্রকাশ করে সানাই ‘বঙ্গ নারীর সম্মান ও মর্যাদা এবং সাধারণ মানুষের অনূভুতিতে আঘাত করেছেন। তবে সানাই এখনো তার সেই ‘অশালীন’ ছবিগুলো সরিয়ে দেননি। নোটিশের উত্তরে ফেসবুকে তিনি লিখেছেন,
মাথায় বাজপড়তেছে আমার। আর কতো? ১ ফাল্গুনে আমি ফেসবুকে কি ছবি আপলোড করছি তার জন্য আমার বাসার ঠিকানায় উকিল নোটিশ পাঠিয়েছে সুপ্রিম কোর্ট এর উকিল? এটা কতোটা যুক্তিসংগত হয়েছে?
আমি কি আসলেও তেমন কোন পিক আপ দিয়েছি? এগুলো কেন করছেন আপনারা? কোন উদ্দেশ্য থেকে, আমার জানা দরকার। শুরু থেকেই আমার ডানে গেলে দোষ, বামে গেলে দোষ.. কাহিনী কি?
আর এই নোটিশ পাওয়ার পর, আপনারা কি মনে করেছেন, আমি বাসায় লেপ গায়ে দিয়ে কান্না করব? স্যরি, আলহামদুলিল্লাহ্‌ আমি অতটা নরম মনের না। আল্লাহ্‌ আমাকে অনেক সাহসী বানিয়েছেন। এগুলা করে লাভ নাই

জানেন শেষযাত্রায় শ্রীদেবীকে সাজিয়ে ছিলেন কে? আপনিও তাকে চেনেন!
শেষযাত্রায় শ্রীদেবীকে- বলিউডের চাঁদনির বিদায়কে এখনও মেনে নিতে পারেনি ভক্তেরা৷ তাই তার ছবি যখনই ফুটে উঠছে টিভির পর্দায়, সেখান থেকে চোখ সরাতে পারছে না কেউই, যেন এই তো শ্রীদেবী৷ তিনি কোথাও যাননি৷
তার সৃষ্টিতে অমর হয়ে গিয়েছেন দর্শকদের কাছে৷ কিন্তু সত্যি কঠিন হলেও তা মেনে নিতেই হয়৷ আর এই কঠিন সত্যিটা বারবার জানান দিতেই সোশ্যাল মিডিয়ায় উঠে আসছে লাল কাঞ্জিভরমে, গয়নায় সুসজ্জিত তার মুখখানি৷ টিপ, লিপস্টিক, মেক-আপে আজও যেন ততোটাই প্রাণোজ্জ্বল শ্রী, যেমন ছিলেন গত ২৪ ফেব্রুয়ারি সন্ধ্যাতেও৷
কিন্তু জানেন কি শ্রীদেবী প্রয়াণের পর, তার শেষ যাত্রায় তাকে এই মেক আপ, এই সাজসজ্জা কে বা কারা করে দিয়েছিলেন? সর্বভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টিভির প্রকাশিত খবর অনুযায়ী, এর উত্তরে উঠে আসে ২টি নাম৷
একটি অভিনেত্রী রানি মুখার্জী এবং অপর নামটি মেক আপ আর্টিস্ট রাজেশ পাতিল৷ রাজেশকে এই কাজে সাহায্য করেছিলেন রানি৷হেয়ারস্টাইলিস্ট নূরজাহান আনসারি জানান, শ্রীদেবী রাজেশের কাজ পছন্দ করতেন৷
তাই অভিনেত্রীর শেষ যাত্রায় তাঁকে সাজানোর দায়িত্ব দেওয়া হয় রাজেশকেই৷ এবং বিষয়টির তত্ত্বাবধানে থাকেন রানি৷
জানা যায় শ্রীদেবীকে সাজাতে সময় লাগে মাত্র ৫ মিনিট৷ শ্রীদেবী তার টিপ এবং ভ্রু সম্পর্কে খুবই সতর্ক ছিলেন৷ তাকে সাজাতে তার পছন্দের লাল টিপ এবং লাল লিপস্টিক ব্যবহার করা হয়৷
নূরজাহান আরও জানান, শ্রীদেবীর গায়ের ওপর লাল কাঞ্জিভরম শাড়িটি জড়িয়ে দেন অনিল কাপুরের স্ত্রী সুনীতা এবং রানি৷ এবং শ্রীদেবীর নিজস্ব গয়নাতেই তাকে সাজানো হয়৷

Leave a Reply