Friday, April 26

দেখুন পৃথিবীর শেষপ্রান্তে বিশাল গর্ত সৃষ্টি, ভূগর্ভে বিশাল ফাটল। মহাবিপর্যয় আশঙ্কা বিজ্ঞানীদের

দেখুন পৃথিবীর শেষপ্রান্তে বিশাল গর্ত সৃষ্টি, ভূগর্ভে বিশাল ফাটল। মহাবিপর্যয় আশঙ্কা বিজ্ঞানীদেরঃ পৃথিবী আমাদের আবাসভূমি। আনুমানিক ৪৫০ কোটি বছর পূর্বে সৃষ্টি হয়েছিলো এই সবুজ গ্রহের। এখন পর্যন্ত প্রানীর বাস একমাত্র এই পৃথিবীতে। পৃথিবী জন্মের

এর ভিতরে প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে। সম্প্রতি রাশিয়ার ইয়ামাল পেনানসুলা যাকে পৃথিবীর শেষপ্রান্ত বলা হয়। সেখানে সৃষ্টি হয়েছে কিছু গর্ত। তা নিয়ে উদ্বিগ্ন বিজ্ঞানীরা। অনেকেই একে পৃথিবীর ধ্বংসের ইঙ্গিত বলে মনে করছেন। দেখুন ভিডিওতে।

ভিডিওটি দেখতে নিচে ক্লিক করুন।

ভিডিওটি পোষ্টের নিচে দেয়া আছে। ভিডিওটি দেখতে স্ক্রল করে পোষ্টের নিচে চলে যান।

আরো পড়ুনঃ

আমিরাতে ২১ কোটি টাকার লটারি জিতলেন প্রবাসী

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে প্রায় ২১ কোটি টাকার লটারি জিতেছেন ভারতীয় এক প্রবাসী। মঙ্গলবার আবু ধাবি আন্তর্জাতিক বিমানবন্দরে লটারিতে জন ভার্গিস নামের ওই ভারতীয় নাগরিকের কপাল খুলে যায়। ভারতের কেরালা থেকে দুবাইয়ে

পাড়ি জমানোর পর ২০১৬ সাল থেকে একটি বেসরকারি কোম্পানির গাড়ি চালক হিসেবে কাজ করে আসছেন তিনি। লটারি জেতার খবর মোবাইল ফোনে পাওয়ার পর বিশ্বাসই করতে চাননি তিনি। ভার্গিস বলেন, সবেমাত্র এপ্রিল ফুল চলে গেছে। তাই হয়ত

কোনো বন্ধু তার সঙ্গে মজা করতে ফোন করেছে। এই ফোন কল ভুয়া বলেও সন্দেহ করেন তিনি। শেষপর্যন্ত তিনি বুঝতে পারেন যে, এটা নিছক মজা বা ভুয়া কল নয়। কিন্তু তারপরও ঘোর কাটছিল না তার। কেরালায় বাড়িতে লটারি জয়ের খবর দেয়ার আগে আরো

একবার যাচাই করে নেন ভার্গিস। ভারতীয় এই প্রবাসী বলেন, জ্যাকপট থেকে প্রাপ্ত অর্থ তার চার বন্ধুর সঙ্গে ভাগ করে নিতে চান। কিন্তু তার আগে নিজের সাধারণ ফোনটা বদলে একটা স্মার্টফোন কিনবেন তিনি।

Leave a Reply