ভিন্নরকম আয়োজনে ইউটিউবার এসোসিয়েশন ইয়াব এর ৪বছর পূর্তি উদযাপন
গত ১০ ফেব্রুয়ারি ইউটিউব চ্যানেল মালিক সমিতি ইউটিউবার এসোসিয়েশন ইন বাংলাদেশ ইয়াব এর ৪ বছর পূর্তি উপলক্ষে কেন্দ্রীয় কচিকাঁচার মেলা মিলনায়তন, সেগুনবাগিচা, ঢাকায় ইয়াব বিগ স্ক্রিন ভিডিও ফেস্টিভ্যাল ২০২২ এবং ইয়াব স্টার এওয়ার্ড ২০২২ এই দুটি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। জানা গেছে, কয়েকজন বেস্ট ইউটিউবারকে ইয়াব স্টার এওয়ার্ড ২০২২ পদক দেয়া হয়েছে। এছাড়াও অভিনয় শিল্পী সংঘ, টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসার এসোসিয়েশন ট্যালিপ্যাবসহ সাংবাদিক ও টেলিভিশন মিডিয়া, নাটক ও চলচ্চিত্র বিষয়ক কয়েকটি সংগঠনকে ইয়াব স্টার এওয়ার্ড ২০২২ সম্মানাস্বরুপ দেয়া হয়েছে। এছাড়াও জি সিরিজ ও সুরাঞ্জলীকে সেরা ইউটিউব চ্যানেল হিসেবে ইয়াব স্টার এওয়ার্ড ২০২২ প্রদান করা হয়। তবে ব্যক্তিপর্যায়ে বিশেষভাবে নির্বাচিত আরো ৪ জনকে ইয়াব স্টার এওয়ার্ড ২০২২ করা হয়। সকলের হাতে পদক তুলে দেন সংগঠনটির সভাপতি নাট্য নির্মাতা শাহিন আহমেদ।
উক্ত অনুষ্ঠানের প্র...