পুরুষের কোন গুণটি নারীদের সবচেয়ে আকর্ষণ করে, জানেন কি?
সাদিয়া আফরোজ,স্বদেশনিউজ২৪ঃনারী তার সঙ্গী হিসেবে কেমন পুরুষ চান, এ প্রশ্নে বহু বিষয়ের অবতারণা হতে পারে। কিন্তু যদি প্রশ্ন করা হয়, কোন বিষয়টি সবচেয়ে বেশি আকর্ষণ করে সহপাঠী, বান্ধবী কিংবা আশপাশের নারীদের? যদি মনে করেন টাকা-পয়সা, স্মার্টনেস, সৌন্দর্য, শারীরিক শক্তিমত্তা, বুদ্ধি ইত্যাদি কোনো একটি বিষয় তাহলে ভুল করবেন। কারণ গবেষকরা বলছেন বিষয়টি এগুলো নয়। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে এসএমএইচ। বিশেষজ্ঞদের মতে, পুরুষের অন্য সব গুণের তুলনায় একটি গুণ নারীদের সবচেয়ে বেশি আকর্ষণ করে। এটি হলো সহমর্মিতা বা সহানুভূতি। গবেষকরা বলছেন সহানুভূতিশীল পুরুষ নারীদের সবচেয়ে বেশি আকর্ষণ করে। সহানুভূতি কেন গুরুত্বপূর্ণ? সহানুভূতিশীলতা কোনো সাধারণ বিষয় নয়। আপনার অন্য মানুষের প্রতি কেমন দৃষ্টিভঙ্গি তা প্রকাশ করে এ বিশেষ গুণটি। এটা নারীর কাছে এমন ভাব প্রকাশ করে, যেন তিনি তার সঙ্গীর ওপর পূর্ণ আস্থা আনতে পারেন। সম্প্রত...